1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

তরুণ প্রজন্মই আগামী দিনে দেশের অর্থনৈতিক নেতৃত্ব দিবে: বেরোবি উপাচার্য

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

|| রুশাইদ আহমেদ ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন আজকের তরুণ প্রজন্মই আগামী দিনে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিবে। দেশকে সামনের দিকে দৃঢ়ভাবে এগিয়ে নিতে এ ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাল মিলিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিয়ামক হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন তিনি।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেরোবির ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংকের আয়োজনে তরুণদের জন্য আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিংয়ের ওপর অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য করেন বেরোবি উপাচার্য।উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ঢাকা ব্যাংক কর্তৃক আয়োজিত এই সেমিনারটি একটি সময়োপযোগী পদক্ষেপ। এতে শিক্ষার্থীরা ব্যাংকিং, বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে হাতে-কলমে সচেতন হওয়ার সুযোগ পাবেন বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এই আয়োজন তরুণদের আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ে জানলে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের তাত্ত্বিকভাবে বিভিন্ন জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঢাকা ব্যাংকের এই উদ্যোগকে স্বাগতও জানান বেরোবি উপাচার্য।এ সময়, সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. ফেরদৌস রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের রংপুর শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (এফভিপি) ও ব্যবস্থাপক মঞ্জুর মোরশেদ এবং ঢাকা ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) মো. সাইফুর রহমান। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আরও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সেমিনারটিতে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024