সমাজের উন্নয়ন, মানবকল্যাণ ও প্রবাসীদের সার্বিক সহযোগিতার লক্ষ্য নিয়ে রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রংপুরের পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করে সংগঠনটি।
সভায় সভাপতিত্ব করেন রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন মো. শামীম মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেরুজ্জামান জেপলিনের সহধর্মিণী নাজমা বেগম।
মতবিনিময়ের শুরুতে উপস্থিত অতিথিরা নিজেদের পরিচয় প্রদান করেন এবং সংগঠনকে এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, রংপুর প্রবাসী কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন—যার লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রবাসীদের কল্যাণে একযোগে কাজ করা।
মানবাধিকার কর্মী মাহফুজ বলেন, “যে মহৎ উদ্দেশ্য নিয়ে প্রবাসী কল্যাণ পরিষদ যাত্রা শুরু করেছে, আমরা সমাজের সচেতন নাগরিক হিসেবে সেই প্রয়াসে পাশে থাকতে চাই।”
সাংবাদিক রফিকুল ইসলাম সাবুল বলেন, “প্রবাসী কল্যাণ পরিষদ সেচ্ছাসেবী সংগঠন হিসেবে মানবতার কল্যাণে অনন্য ভূমিকা রাখবে বলে আশা করছি। আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেরুজ্জামান জেপলিনকে ধন্যবাদ জানাই।”
জাগ্রত মানবতার ফাউন্ডেশনের পরিচালক রেয়াজুল ইসলাম বলেন, “মেহেরুজ্জামান জেপলিন ভাই যে উদ্যোগ নিয়েছেন তা সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনে আলো ছড়াবে। আমরা তার সঙ্গে থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে প্রস্তুত।”
গঙ্গাচড়া থেকে আগত সাংবাদিক মাহফুজার রহমান (মাহফুজ) বলেন, “আমেরিকায় থেকেও তিনি রংপুরের মানুষের কথা ভাবেন—এটাই একজন সত্যিকারের মানবপ্রেমীর দৃষ্টান্ত।”
প্রধান অতিথি নাজমা বেগম বলেন, “আমার স্বামীর মানবিক চিন্তা ও চেতনা বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে প্রবাসী কল্যাণ পরিষদকে মানুষের কল্যাণে নিবেদিত একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।”
আলোচনার শেষ পর্বে উপস্থিত সবাই রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের ঘোষিত লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত প্রবাসী প্রতিনিধি ও স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন