1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

বিয়ের কোর্টে নামছেন নাদাল

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯

দু-এক বছর নয়, এমনকি এক দশক কিংবা এক যুগও নয়, তার চেয়েও বেশি। ১৪ বছর! রাফায়েল নাদাল আর সিসকা পেরেয়োর প্রেমের বয়স। নাদাল যখন টেনিসে পরিচিত মুখ হয়ে ওঠেননি, সবে ক্যারিয়ার শুরু করেছেন, তখন থেকেই পেরেয়োর সঙ্গে প্রেম। এই মন দেওয়া-নেওয়া অবশেষে পেতে যাচ্ছে শুভ পরিণতি। নাদাল চলতি বছরের শেষ দিকে পেরেয়োকে বিয়ে করতে যাচ্ছেন, এমনটাই জানিয়েছে ইউরোপিয়ান সংবাদমাধ্যম। স্প্যানিশ ম্যাগাজিন ‘ওলা’ জানিয়েছে গত বছর ইতালিয়ান ওপেনে পেরেয়োকে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব দেন নাদাল।

লোকে বলে, শুভ কাজে দেরি করতে হয় না। নাদাল এ কথার ধার ধারেননি। ছোটবেলা থেকেই স্প্যানিয়ার্ডের সব মনোযোগ টেনিসে। আর সেটির ফলও পেয়েছেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৭টি গ্র্যান্ড স্লাম, ৩৩টি এক হাজার এটিপি মাস্টার্সসহ জিতেছেন আরও কত শিরোপা। এদিকে কালে কালে বয়স তো আর কম হলো না! ৩২ বছর চলছে। বছরজুড়ে ব্যস্ত থাকতে হয় নানা টুর্নামেন্ট নিয়ে। এর মধ্যে বিয়ের সময় কোথায়! টেনিস নিয়ে পড়ে থাকতে গিয়েই ব্যক্তিগত জীবনকে সময় দেওয়ার ফুসরত পাননি নাদাল। অথচ তাঁর অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা ঠিকই শুভ কাজটি সেরেছেন অনেক আগেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024